ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঁচা চামড়া রফতানির পরিকল্পনা নেই সরকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, আগস্ট ২৬, ২০১৮
কাঁচা চামড়া রফতানির পরিকল্পনা নেই সরকারের

ঢাকা: চামড়া শিল্প রক্ষার কথা বিবেচনা করে কাঁচা চামড়া রফতানির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (২৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

কাঁচা চামড়া রফতানির পরিকল্পনা নেই জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে অন্যতম। গেল বছর চামড়াকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছিল। সম্ভাবনাময় এই খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার সতর্ক।

চামড়া শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সেগুলো সমাধানে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে চামড়া নিয়ে সংকট থাকবে না আশা প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা চামড়া কিনবেন। একইসঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোরও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এমইউএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।