ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্টের ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, মে ১৯, ২০১৯
ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্টের ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’  রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্রান্সফাস্ট রেমিট্যান্স, এলএলসির যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিশেষ রেমিট্যান্স ক্যাম্পেইন।

রোববার (১৯ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশন্স মোহাম্মদ খায়রুজ্জামান।

এসময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, হাসনে আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রাব্বানী ও ভাইস প্রেসিডেন্ট মো. সরওয়ার ইসলাম উপস্থিত ছিলেন।

 

এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে ট্রান্সফাস্টের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স উত্তোলন করলে পাওয়া যাবে মোটরসাইকেল, সেলাই মেশিনসহ আকর্ষণীয় সব উপহার।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।