ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, মে ৩০, ২০১৯
ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নুসরাত ফারিয়া

ঢাকা: ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। 

২৭ মে ইউনিলিভার কার্যালয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অফিশিয়াল চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, এখন থেকে নুসরাত ক্লিয়ারের পরবর্তী বিজ্ঞাপন ও ক্যাম্পেইনগুলোতে সক্রিয়ভাবে কাজ করবেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর শুরু করেন অভিনয়। নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্র- তিনটি মাধ্যমেই তিনি পেয়েছেন ব্যাপক সফলতা। নিজের স্বপ্নগুলোকে সার্থক করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিজ কর্মগুণে অনুপ্রাণিত করে চলেছেন এদেশের অনেক তরুণীদেরও।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা জানান, নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করতে পেরে তারা অনেক আনন্দিত। ক্লিয়ার ব্র্যান্ডটি সব সময়ই সামাজিক বাঁধা ভেঙে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার কথা বলে থাকে। নুসরাত ফারিয়াও একইভাবে আজ নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন। তাই নুসরাতই ক্লিয়ারের জন্য সঠিক রোল মডেল।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।