ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৯, জুন ১৮, ২০১৯
সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

সিলেট: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (১৭ জুন) জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বোর্ডের চেয়ারম্যান করে তিন সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট জুনেল আহমদ।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক আসাদ উদ্দিন বলেন, বোর্ডের সদস্যরা ২০১৯-২০২১ মেয়াদে পরিচালনা করবেন।

জাল ভোটার তালিকা প্রণয়নের পথ ধরে নির্বাচন স্থগিত, অতঃপর প্রশাসক নিয়োগের পথে হাটে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সর্বোচ্চ আদালতে গিয়েও বর্তমান কমিটি মেয়াদ বাড়ানোর চেষ্টায় ব্যর্থ হলো। ফলে এবার প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।

আর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার কথা রয়েছে। সে হিসেবে চেম্বারের নির্বাচন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।