ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের সবাইকে ‘মুজিব সিনেমাটি’ দেখাতে চান এমপি সামছুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের সবাইকে ‘মুজিব সিনেমাটি’ দেখাতে চান এমপি সামছুল

জয়পুরহাট: জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবন উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।

এর আগে, তিনি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।  

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি সভাপতিত্ব করেন।  

সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আব্দুল মুমিন মণ্ডল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা প্রমুখ।  

এ সময় প্রধান অতিথি আগামী দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হলে দ্বিতল ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার জন্য এমপি তার নিজ খরচে কলেজটির সব শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফদের হলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।