ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীদের মূল্যায়নে অ্যাপ চালু হচ্ছে ৪ নভেম্বর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ষষ্ঠ-সপ্তমের শিক্ষার্থীদের মূল্যায়নে অ্যাপ চালু হচ্ছে ৪ নভেম্বর 

ঢাকা: নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে 'নৈপুণ্য' অ্যাপ চালু হচ্ছে আগামী ৪ নভেম্বর।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে ‘এটুআই' এর কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 'নৈপুণ্য' নামে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। অ্যাপটি আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে উন্মুক্ত করা হবে।  

'নৈপুণ্য' অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে 'নৈপুণ্য' অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

সব শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী 'নৈপুণ্য' অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।