বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বাসভবনের প্রবেশ গেট ভাঙচুরের অভিযোগে ৪২ শিক্ষার্থীদের নামে মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন।
মামলায় প্রধান সাক্ষী হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন। এছাড়াও সহকারী প্রক্টর মারুফা আক্তার, মো. সাইফুল ইসলাম, ড. সোনিয়া খান সনি, মো. ইলিয়াস হোসেন মামলার সাক্ষী হিসেবে রয়েছেন।
মামলার নামধারী আসামিরা হলেন - লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, একই বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম, ২০১৯-২০ বর্ষের একাউন্টিং বিভাগের ইমাম মেহেদি হাসান, একই বর্ষের ইংরেজি বিভাগের মিজানুর রহমান, দর্শন বিভাগের নাসিম বিল্লাহ, লোক প্রশাসন বিভাগের মাইদুল ইসলাম, রসায়ন বিভাগের রফিকুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আলিম রেজা, সমাজ বিজ্ঞান বিভাগের আশরাফুল মোল্ল্যা, কোস্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নিল অপূর্ব রকি, একই বিভাগের মুহাইমিনুল ইসলাম, মার্কেটিং বিভাগের আহসানুল্লাহ, পরিসংখ্যান বিভাগের রবিন, দর্শন বিভাগের আব্দুর রহমান রনি, মার্কেটিং বিভাগের মেহেদি হাসান ফাহাদ, সিএসই বিভাগের আব্দুল করিম ও রসায়ন বিভাগের মিরাজুল ইসলাম।
মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতা বদ্ধে অনধিকার প্রবেশ করে ক্ষতিসাধন ও খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে।
মামলার বরাতে তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভা ছিল। সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মচারীদের মদদে কিছু ছাত্র নামধারী আসামি বহিরাগত অজ্ঞাতনামারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে। দুপুর আড়াইটার দিকে লাঠি, লোহার রড, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে উপাচার্যের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা হুমকিমূলক স্লোগান দিতে থাকে। এতে ৫০ হাজার ক্ষতিসাধন করে।
এছাড়াও এজাহারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী, ট্রেজারার মামুন অর রশিদ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিন সিন্ডিকেট সভা বয়কট করে অসহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, ছাত্রদের বিরুদ্ধেও মামলা দেওয়া ঠিক হয়নি। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। সেখানে মামলা করে আমাদের নাম উল্লেখ করার বিষয়টি বোধগম্য নয়।
এদিকে এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শারমিন সাংবাদিকদের বলেন, পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ প্রত্যাহার করবেন কি না জানতে চাইলে ভিসি বলেন, আমার কাছে আসতে হবে। বলতে হবে। ভুল স্বীকার করলে তখন করব।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমএস/এসএএইচ