রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার সাময়িক ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদানের সফটওয়ারসহ সামগ্রিক প্রক্রিয়া আরও আধুনিকায়ন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।
বিকেলে রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। এরমধ্যে দিয়ে সনদ প্রদান প্রক্রিয়া আরও সহজ হলো বলেও জানান তিনি।
এদিকে কার্যক্রমের আনষ্ঠানিক উদ্বোধন শেষ রাবি উপাচার্য জানান, এর মাধ্যমে এখন আরও দ্রুততার সাথে সনদপত্র দেওয়া যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে।
আগামীতে এ প্রক্রিয়া আরও আধুনিকায়নসহ পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমানহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
রাবিতে আধুনিকায়ন করা পরীক্ষার সনদ প্রদান প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসএস/এএটি