বরিশাল: মধ্যরাতে উচ্চশব্দে কনসার্ট পরিচালনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীদের বিক্ষোভের পর নোটিশ জারি করেছে প্রক্টর অফিস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান সনি স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে ববিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যাচভিত্তিক বন্ধু-বান্ধব একত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে।
অনেক ক্ষেত্রে অনুমতি ব্যতীত এ অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান বাজানো হয়। এছাড়াও মাঝে মাঝে ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর ও সামনের জায়গায় বিভিন্ন বিভাগ উচ্চ শব্দে বক্স বাজিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এর ফলে ক্লাস ও পরীক্ষা পরিচালনায় বিঘ্ন ঘটে এবং হলে থাকা শিক্ষার্থীদের পড়ালেখা ও নামাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়।
তাই যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সাতটি বিষয় অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয় নোটিশে।
যেগুলো, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে, অনুষ্ঠানটি অনুমতিপ্রাপ্ত নির্ধারিত স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, বিকেল সাড়ে ৪টার আগে কোনো ধরনের শব্দযন্ত্র বাজানো যাবে না, অ্যাকাডেমিক কার্যক্রম চলার সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে শব্দযন্ত্র ব্যবহার করে যেকোনো প্রোগ্রাম করা থেকে বিরত থাকতে হবে; অন্য বিভাগের অ্যাকাডেমিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে; শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাত ৯টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করা বাধ্যতামূলক এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব আয়োজকদের বহন করতে হবে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় উচ্চশব্দে কনসার্ট পরিচালনাকে কেন্দ্র করে ববি ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ইয়ামিন ইসলাম জানান, হলগুলোতে পড়াশোনার পরিবেশ বজায় রাখার জন্য ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে লিখিত দিয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম রাত ৯টার মধ্যে শেষ করা হয় সে কথাও বলা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ববিচাসের একটি প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। যেটি নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও রাত প্রায় ১টা পর্যন্ত অব্যাহত রাখা হয়। আর এর পরিপ্রেক্ষিতে শের ই বাংলা হল ও বিজয় ২৪ হলের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে মুক্তমঞ্চস্থলে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমস্যার কথা অবগত করেছেন।
তিনি বলেন, এসময় শিক্ষার্থীরা প্রক্টরকে তিন দফা দাবির কথা জানিয়েছিল। সেই অবস্থায় শিক্ষার্থীদের সর্বশেষ সিদ্ধান্ত ছিল, প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, আর তাদের ব্যর্থতার কারণে পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে শিক্ষার্থীরা দায়ী হবে না।
রাতে ভারপ্রাপ্ত প্রক্টর সোনিয়া খান সনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে নোটিশ দিয়ে অনুষ্ঠানের সময় নির্ধারণ করার বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে। যেখানে নামাজের সময়, পড়াশোনার সময় বেঁধে দিয়ে অনুষ্ঠান পরিচালনার বিষয়টি নির্ধারণ করা হবে। আর সেটি মেনে যারা অনুষ্ঠান করতে পারবে তারা করবে, নয়তো না। আর এর ব্যত্যয় ঘটিয়ে যদি কেউ বেঁধে দেওয়া সময়ের বাইরে অনুষ্ঠান করে তাহলে আমি নিজে এসে সেটা বন্ধ করবো।
এর আগে দিন একটি কনসার্টে প্রকাশ্যে মাদকসেবন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ববি ক্যাম্পাসে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমএস/এএটি