ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

শিক্ষা

রাকসু গঠনতন্ত্র সংশোধন বিষয়ে পরামর্শ আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
রাকসু গঠনতন্ত্র সংশোধন বিষয়ে পরামর্শ আহ্বান

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) গঠনতন্ত্র সংশোধন বিষয়ে পরামর্শ আহ্বান করা হয়েছে। ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই অনলাইনে এই পরামর্শ দেওয়া যাবে।



রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এরইমধ্যে রাকসু নির্বাচনী রোডম্যাপ-২০২৫ ঘোষিত হয়েছে। রাকসু গঠনতন্ত্রের সংশোধনের কাজও নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি রাকসু গঠনতন্ত্র সংশোধনের পরামর্শ নেওয়া হয়েছে।  

এ বিষয়ে রাবির উপাচার্যের গঠিত কমিটি একাধিক সভায় মিলিত হয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তুত করেছেন। ওই সংশোধনীসহ রাকসুর খসড়া গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে রাকসু ওয়েবসাইটে (https://www.ru.ac.bd/rucsu) প্রকাশ করা হয়েছে।

এখন ওই খসড়া গঠনতন্ত্রের সংশোধন বিষয়ে পরামর্শ দেওয়া যাবে। রাবির শিক্ষক ও শিক্ষার্থীরা রাকসুর ই-মেইলে ([email protected]) ২৮ মার্চ রাত ১২টার মধ্যে মতামত দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।