ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

৩ মাস ধরে কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ, দ্রুত চালুর দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, মে ১২, ২০২৫
৩ মাস ধরে কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ, দ্রুত চালুর দাবি

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম ৩ মাস ধরে বন্ধ রয়েছে। শিক্ষক লাঞ্ছনা ও ১৮ ফেব্রুয়ারির হামলার বিচারের মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কুয়েটের সব ক্লাস পরীক্ষা, সব একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩মাস ধরে আমাদের সব একাডেমিক কার্যক্রম অচল হয়ে রয়েছে। আমাদের সব কিছু স্থবির হয়ে রয়েছে। আমরা স্থবিরতার বিপক্ষে। আমরা চাই সব একাডেমিক কার্যক্রম দ্রুত চালু হোক, ক্লাস পরীক্ষা চালু হোক এবং আমরা দ্রুত কুয়েট ক্যাম্পাস থেকে সব কিছু সম্পন্ন করে বের হয়ে যেতে চাই। ছাত্রদের ওপর যে জুলুম করা হয়েছে সেটার বিচার করা হোক, যারা এ নাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত আমরা চাই তাদের বিচারক হোক এবং আমরা শিক্ষক লাঞ্ছনারও বিচার চাই।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের ছাত্র ভাইদের ওপর যারা জুলুম করেছে, যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য কুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যেসব শিক্ষক লাঞ্ছিত হয়েছেন সেটারও বিচার কামনা করছি।  

মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী  মুশফিক, আইইএম বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাগর, এমএসই  বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী হিমেল, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাবমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের  ২০ ব্যাচের শিক্ষার্থী  রাহাতুল ইসলাম ও সিইসি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আতিক।

এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।