ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

তিন দফা দাবিতে লং মার্চ নিয়ে যমুনার পথে জবি শিক্ষার্থীরা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মে ১৪, ২০২৫
তিন দফা দাবিতে লং মার্চ নিয়ে যমুনার পথে জবি শিক্ষার্থীরা 

জবি: আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  

কর্মসূচি সফল করতে বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘোষিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে তারা উপদেষ্টা ভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন।  নিউজটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা তাঁতিবাজার মোড় পার হয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) জবি শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যায়। তবে আশানুরূপ কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় শিক্ষার্থীরা লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিটি ‘জুলাই ঐক্য’ ব্যানারে ঘোষণা দেওয়া হয়। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। তারা দাবি আদায়ে প্রয়োজনে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর; ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাঁট না করে অনুমোদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে তা অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।