ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-৫ আসনে নৌকার প্রার্থী মজনুর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বগুড়া-৫ আসনে নৌকার প্রার্থী মজনুর জয়ী

বগুড়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ১৬৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ঐক্যজোটের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মিনার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন চার হাজার ১০৫টি।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বগুড়া-৫ আসনে অন্যান্যদের মধ্যে জাসদ মনোনীত প্রার্থী রাসেল মাহমুদ মশাল প্রতীকে পেয়েছেন এক হাজার ছয় ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মামুনুর রশিদ ডাব প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪১৫, বিএনএফের প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৯১ ভোট।  

বগুড়া-৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৪০ হাজার ৫৫২ জন।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সুমন জিহাদী বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এই উপজেলায় ৯৯টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শতকরা ৪১.৫০% ভোট কাস্ট হয়েছে।  

এছাড়া ধুনট উপজেলায় ২৮% ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।