ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নতুন দলের নিবন্ধন ও আচরণবিধি নিয়ে সোমবার ইসির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
নতুন দলের নিবন্ধন ও আচরণবিধি নিয়ে সোমবার ইসির বৈঠক

ঢাকা: নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নিয়ে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ রোববার (০৬ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।

জানা গেছে, নতুন দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় দেওয়া হলেও এখনো কোনো দল আবেদন করেনি। অন্যদিকে নির্বাচনী আচরণবিধিতে কিছু সংশোধনী আনার কথা ভাবছে ইসি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।