ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘সাদা সাদা কালা কালা’র গায়ক গাইবেন কোক স্টুডিওতে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
‘সাদা সাদা কালা কালা’র গায়ক গাইবেন কোক স্টুডিওতে! এরফান মৃধা শিবলু

আলোচিত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি শ্রোতামহলে বেশ জনপ্রিয়। গানটি রীতিমত ভাইরালও হয় সামাজিকমাধ্যমে।

গানটি গেয়ে গায়ক হিসেবে পরিচিতি পান এরফান মৃধা শিবলু।

একইসঙ্গে আড়ালে থাকা গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ সম্পর্কেও জানতে পারে দেশের মানুষজন।

‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক শিবলু এবার অংশ নিচ্ছেন কোক স্টুডিও বাংলার নতুন সিজনে। জানা গেছে, ‘সাদা সাদা কালা কালা’ গানের মূল শিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুর করা আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যা থাকবে কোক স্টুডিও’র নতুন সিজনে।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ শিবলু। তার ভাষ্য, আমি বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সামনে আমার নতুন একাধিক গান আসছে।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত আছেন এরফান মৃধা শিবলু। অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতেও। শিগগিরই আরো কিছু গান নিয়ে হাজির হবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।