কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল। আবর্ত, আবার শবর, ব্যোমকেশ সিরিজ, মিতিন মাসি, ঈগলের চোখের মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
২০২৪ সালটা এই নির্মাতার ক্যারিয়ারে খুব একটা ভালো সময় ছিল না। মিটু অভিযোগে আঙ্গুল তোলা হয় তার দিকে। এ কারণে তাকে বরখাস্তও করেছে পরিচালক গিল্ড।
টলিউডের এক নামী অভিনেত্রী তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ এনেছিলেন। অভিযোগ জমা পরে পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা নির্বাচন কমিশনেও। সেখান থেকেই পদক্ষেপ নেয় টলিউডের পরিচালক গিল্ড।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি পডকাস্টে তিনি এতদিনে ধরে মনের কোণে জমে থাকা রাগ, দুঃখ, যন্ত্রণা নিয়ে কথা বলেছেন। তিনি তার নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন।
যে অভিনেত্রী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি তার সম্পর্কে জানিয়েছেন- বিদেশের এক এয়ারপোর্টে তিনি সেই অভিনেত্রীকে চুরি করতে দেখে ফেলেছিলেন। এরপর তার বিরুদ্ধে তিনি সাক্ষ্যও দিয়েছিলেন। তখন থেকেই সেই অভিনেত্রীর রাগ পরিচালকের ওপর। তাই প্রতিহিংসাবশত, ওই অভিনেত্রী এত বছর পর হঠাৎ তার বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন পরিচালক।
এমন বিপদের সময়ে অরিন্দম শীল পাশে পেয়েছেন তার পরিবারকে। তার স্ত্রী, কন্যা, টলিউডের বহু বন্ধু-বান্ধব এই দুঃসময়ে তার পাশে ছিলেন। এই পডকাস্টে তিনি টালিগঞ্জ নিয়ে আরও অনেক বিস্ফোরক কথাই বলেছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে তিনি মনে করেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এনএটি