ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

বিনোদন

অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
অ্যাওয়ার্ড পেলেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল

নাট্যকার হিসেবে পুরস্কৃত হলেন ফরিদুল ইসলাম রুবেল। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪।

যেখানে এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পান তিনি।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফরিদুল ইসলাম রুবেল বলেন, সম্মাননা একজন মানুষের কাজের মূল্যায়নের সম্মানসূচক স্মারক। যা তাকে পরবর্তীতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করে এবং কাজের প্রতি দ্বায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা পূরণে অবদান রাখতে।   

এবার বাবিসাস আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ।

বিভিন্ন ক্ষেত্রে আরও পুরষ্কার পান ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, খালেদ হোসেন চৌধুরী, মোঃ ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।
  
এদিকে সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি ও তসিবা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।