ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মে ১০, ২০২৫
ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এদিন অনুষ্ঠানে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হন আরও ৫ টি সংগঠন।

সম্মেলন থেকে সর্বসম্মতি ক্রমে জহিরুল ইসলাম কচিকে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।  

বিদায়ী সভাপতি প্রবীণ চলচ্চিত্র সংসদ কর্মী প্রফেসর আব্দুস সেলিম বলেন, নতুন মেধাবীদের হাতে সংগঠনের দায়িত্ব অর্পণ করে কিছুটা ভারমুক্ত অনুভব করছি। আশাকরি যারা দায়িত্ব নিয়েছেন, সংগঠনকে সবার জন্য উন্মুক্ত রাখবেন এবং তরুণ চলচ্চিত্র সংসদকর্মীদের দাবি অনুযায়ী প্রান্তিক সংগঠনগুলোর বিকাশের প্রতিও মনযোগী হবেন!

এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চলচ্চিত্র সংসদগুলোর প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমের বিবরণ দেন। আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের মতো বিভিন্ন সমস্যা। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভাকে সুযোগ দেওয়ার মতো সম্ভাবনাগুলোও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইিটজের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করে জহিরুল ইসলাম কচি বলেন, নতুন পরিবির্তত পরিস্থিতিতে চলিচ্চত্র আন্দোলনের আয়োজন ও ভাবনা আধুনিক বাস্তব সম্মত থাকা উচিৎ। সম্মেলনের মাধ্যমে প্রান্তিক কণ্ঠস্বর শোনা হয়েছে। শিগগিরই বাস্তবায়ন করা হবে।    

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।