ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হলো ন্যানসিকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, এপ্রিল ৩০, ২০২৫
শিল্পীর তালিকা থেকে বাদ দেওয়া হলো ন্যানসিকে!

নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। পাশাপাশি সরব আছেন নেটদুনিয়ায়।

তারই ধারাবাহিকতায় এবার তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানালেন, বুয়েট ক্লাব আয়োজিত অনুষ্ঠানে আজ বুধবার শিল্পীর গান গাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার তাকে অনুষ্ঠানে না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।

ন্যানসির জানান, আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কারণ হিসেবে আয়োজকরা তাকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। তাদের কথায়, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবে। আর শিল্পীকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

এ বিষয়ে প্রশ্ন রেখে ন্যানসি বলেন, বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?

সবশেষ ন্যানসি বলেন, নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’! আপনারা পারেনও বটে!

এদিকে সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ন্যানসি। মূলত মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতেই ছিল তার এ সফর।  

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় ন্যানসির নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘জানি আমি নেই’। গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যানসির নিজের ইউটিউব চ্যানেলে স্যাড-রোমান্টিক এ গানটি প্রকাশ হয়েছে।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।