ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন যে সিদ্ধান্তের কথা জানালেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, মে ৮, ২০২৫
নতুন যে সিদ্ধান্তের কথা জানালেন অরিজিৎ সিং অরিজিৎ সিং

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মাঝে বড় সিদ্ধান্ত নিলেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং।

সেই সিদ্ধান্ত আবু ধাবির অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন তিনি। এর আগে চেন্নাইয়ের অনুষ্ঠানও বাতিল করেছিলেন এই গায়ক।

ইনস্টাগ্রামে বৃহস্পতিবার (৮ মে) এক পোস্টে অরিজিৎ সিংয়ের টিমের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা দেওয়া হয়।

যেখানে জানানো হয়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিজিৎ সিংয়ের আবু ধাবির লাইভ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৯ মে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহযোগিতার প্রশংসা করি। আমরা যত দ্রুত সম্ভব আবার অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করব।

ইতোমধ্যেই ওই অনুষ্ঠানের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। ওই টিকিটেই পরবর্তী দিনক্ষণে অনুষ্ঠান দেখা যাবে। আর না হলে আগামী সাতদিনের মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। আগামী ১২ মে থেকে শুরু হবে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া।

এর আগে গত ২৭ এপ্রিলের চেন্নাইয়ের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে শো বাতিল করার কথা ঘোষণা করা হয়।

ওই কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তারা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।