ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীর ছবির তারকা সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, আগস্ট ১০, ২০১৬
সোনাক্ষীর ছবির তারকা সানি লিওন সানি লিওন ও সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা অভিনীত ‘নূর’ ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে সানি লিওনকে। এতে তিনি অভিনয় করলেন বলিউড তারকার ভূমিকায়।

একটি সূত্র বার্তা সংস্থা আইএনএসকে জানিয়েছে, বলিউডের ঝলমলে অভিনেত্রী হিসেবে পর্দায় হাজির হবেন ৩৪ বছর বয়সী এই তারকা।

এবারই প্রথম সানি লিওনের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন ‘দাবাং’ তারকা সোনাক্ষী। এক বিবৃতিতে সানি বলেন, “সোনাক্ষীর সঙ্গে ‘নূর’-এর কাজ করাটা ছিলো উপভোগ্য। এ ছবির গোটা টিমের জন্য রইলো শুভকামনা। ”

সুনীল সিপ্পি পরিচালিত ‘নূর’-এ সোনাক্ষী থাকছেন সাংবাদিক চরিত্রে। সাবা ইমতিয়াজের লেখা পাকিস্তানি উপন্যাস ‘করাচি, ইউ আর কিলিং মি!’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য।

ক্রাইম থ্রিলার কমেডি ধাঁচের ছবিটির গল্প কুড়ি বছরের টিভি প্রতিবেদন আয়েশা খানকে ঘিরে। সে থাকে করাচিতে। এ চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে। ছাড়াও আছেন শিবানী দান্দেকার, কানন গিল ও পূরব কোহলি। আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। ওই একই দিনে প্রেক্ষাগৃহে আসবে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটির ‘জাগ্গা জাসুস’।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।