ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

সালমান শাহ উৎসব এবং তারকামেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, আগস্ট ২২, ২০১৬
সালমান শাহ উৎসব এবং তারকামেলা

প্রয়াত নায়ক সালমান শাহর ৪৫তম জন্মবার্ষিকী আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) জসিম ফ্লোর ও উন্মুক্ত চত্বরে দুটি পৃথক মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকামেলার আয়োজন করছে সালমান শাহ স্মৃতি পরিষদ।

জানা গেছে, সালমান শাহ অভিনীত চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদের বেশ কয়েকজনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। জন্মবার্ষিকী উদযাপনের জন্য চলচ্চিত্র, সংগীত, নৃত্য, বিনোদন সাংবাদিকসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি জানান, চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা সালমান শাহ উৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যে নানা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।