ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

সালমান শাহ স্মরণে নাচলেন ফেরদৌস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, সেপ্টেম্বর ৬, ২০১৬
সালমান শাহ স্মরণে নাচলেন ফেরদৌস ফেরদৌস, তানজিন তিশা ও নৃত্যশিল্পী, ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশীয় চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ অভিনীত শেষ চলচ্চিত্র ‘বুকের ভেতর আগুন’-এর আরেক নায়ক চিত্রনায়ক ফেরদৌস। এটি ছিলো তার প্রথম ছবি।

ব্যাপারটা যেন হয়ে থাকলো সালমানের শেষ ফেরদৌসের শুরু।  এ বিষয়টা তার জন্য একই সঙ্গে আনন্দের ও বেদনার। সালমানের মৃত্যু না হলে ওই ছবিতে ফেরদৌসকে যে দরকারই হতো না!

নিজের প্রথম ছবির নায়ক সালমান শাহকে সবসময় হৃদয়ে অনুভব করেন ফেরদৌস। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তার ২০তম মৃত্যুবার্ষিকীতে সংগীতভিত্তিক রিয়েলিটি শো সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের (এমপিএল) গ্র্যান্ড ফিনালেতে সালমানকে শ্রদ্ধা জানালেন তিনি।  

সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ‘বাবা বলে ছেলে নাম করবে’ আর ‘ও আমার বন্ধু গো’ এবং ‘অন্তরে অন্তরে’ ছবির ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’ গানের তালে নেচেছেন ফেরদৌস। মঞ্চে তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রী তানজিন তিশা। নৃত্য পরিচালনা করেছেন তানজিল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
জেএমএস/টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।