ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

একসঙ্গে জাহিদ-শমী 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, সেপ্টেম্বর ৭, ২০১৬
একসঙ্গে জাহিদ-শমী  শমী কায়সার ও জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী শমী কায়সার একসময় জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছেন। এর প্রায় সবই পেয়েছে জনপ্রিয়তা।

এখনও সেই রেশ রয়েছে দর্শকের মনে। জাহিদ অভিনয়ে নিয়মিত থাকলেও শমী খুব একটা কাজ করেন না বললেই চলে। তাই তাদেরকে আর পাওয়া যায় না ছোটপর্দায়।  

দীর্ঘদিন পর একটি আলাপচারিতার অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিলেন জাহিদ ও শমী। এর নাম ‘বন্ধু তবুও দুজনে’। এখানে মজার ঘটনা জানাতে গিয়ে শমী বলেছেন, ‘তখন জাহিদ ভাইয়ের সঙ্গে মৌ আপার তুমুল প্রেম। মৌ আপার সঙ্গে একটু মান-অভিমান হলে শুটিংয়ের মধ্যে তিনি মোবাইলে কথা বলতেন মান ভাঙাতেন।  এরপর আবার শুটিংয়ে ফিরতেন। ’ 

শমীর মুখে পুরনো দিনের এই কথাগুলো শুনে জাহিদ হেসে বললেন, ‘শমী আমার কাছের বন্ধু। এখনও সেই বন্ধন অটুট। তাই আমার গোপন খবরও তার জানা!’

‘বন্ধু তবুও দুজনে’ উপস্থাপনা করেছেন তানিয়া হোসেন। ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুত।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।