ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

সন্তানদের সঙ্গে দেখা করলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, অক্টোবর ৭, ২০১৬
সন্তানদের সঙ্গে দেখা করলেন ব্র্যাড পিট

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিয়েবিচ্ছেদের আবেদন করার পর প্রথমবার সন্তানদের সঙ্গে দেখা করলেন অভিনেতা ব্র্যাড পিট। ছয় ছেলেমেয়ের সঙ্গে দারুণ সময় কেটেছে ৫২ বছর বয়সী এই তারকা।

খবর পিপল ম্যাগাজিনের।

সন্তানদের সঙ্গে পিট সময় কাটানোর সময় একজন থেরাপিস্ট উপস্থিত ছিলেন। কারণ সম্প্রতি ব্যক্তিগত উড়োজাহাজে জ্যেষ্ঠ পুত্র ম্যাডক্সের সঙ্গে চেঁচামেচি ও তার গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনা তদন্ত করছে লস অ্যাঞ্জেলেসের শিশু ও পারিবারিক সেবা বিভাগ।

মতের অমিল কারণ দেখিয়ে গত ১৯ সেপ্টেম্বর বিয়েবিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা। তার পক্ষ থেকে জানানো হয়, পরিবারের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া।

আবেদনে ছয় সন্তানকে নিজের তত্ত্বাবধানে রাখার অনুমতি চেয়েছেন জোলি। তবে ব্র্যাডকে তাদের সঙ্গে দেখা করতে দেবেন বলেও উল্লেখ করেছেন ৪১ বছর বয়সী এই অস্কারজয়ী। তবে তার স্বামী যৌথভাবে সন্তানদের দেখভাল করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে।

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।