ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

কণ্ঠশিল্পীদের প্রথম অ্যালবামের স্মৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, নভেম্বর ১৪, ২০১৬
কণ্ঠশিল্পীদের প্রথম অ্যালবামের স্মৃতি বাদশা বুলবুল ও দিনাত জাহান মুন্নি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের প্রকাশিত প্রথম অ্যালবাম নিয়ে নিজের আকাক্সক্ষা ও শ্রোতাদের ভালোলাগা কেমন ছিলো? সেই স্মৃতি নিয়ে তৈরি হলো নতুন অনুষ্ঠান ‘আমার অ্যালবাম’।

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের প্রকাশিত প্রথম অ্যালবাম নিয়ে নিজের আকাক্সক্ষা ও শ্রোতাদের ভালোলাগা কেমন ছিলো? সেই স্মৃতি নিয়ে তৈরি হলো নতুন অনুষ্ঠান ‘আমার অ্যালবাম’।

এর প্রতি পর্বে অংশ নেবেন একজন অতিথি কণ্ঠশিল্পী।

প্রথম পর্বে থাকছেন গায়ক বাদশা বুলবুল। গানের ফাঁকে ফাঁকে তিনি তুলে ধরবেন নিজের প্রথম অ্যালবাম ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে।

‘আমার অ্যালবাম’ উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নি। ১৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত ১০টা একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় আসাদুজ্জামান আসাদ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।