ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে চৌধুরী জাফরউল্লাহ শরাফত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪২, ডিসেম্বর ৯, ২০১৬
মিউজিক ভিডিওতে চৌধুরী জাফরউল্লাহ শরাফত ছবি: রাজীন চৌধুরী / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বেয়াইনসাব’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর প্রচারণামূলক ডিজাইনে দেখা যাচ্ছে দরাজ কণ্ঠের ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত দু’হাত তুলে ছক্কার সংকেত দেখাচ্ছেন। তাই রসিকতা করে তিনি ধারাভাষ্য দেওয়ার সুরে বললেন, ‘বল কিন্তু সীমানার বাইরে!’

‘বেয়াইনসাব’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর প্রচারণামূলক ডিজাইনে দেখা যাচ্ছে দরাজ কণ্ঠের ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফত দু’হাত তুলে ছক্কার সংকেত দেখাচ্ছেন। তাই রসিকতা করে তিনি ধারাভাষ্য দেওয়ার সুরে বললেন, ‘বল কিন্তু সীমানার বাইরে!’

এ গানের মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হলেন চৌধুরী জাফরউল্লাহ শরাফত।

শুক্রবার (৯ ডিসেম্বর) বায়োস্কোপলাইভ ডটকমে মুক্তি পাচ্ছে এটি। এ ছাড়া এটি শোনা যাচ্ছে জিপি মিউজিকে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এখানে চৌধুরী জাফরউল্লাহ শরাফত বলেন, ‘আমি খেলার জগতের মানুষ। এর আগে কখনও এ ধরনের ভূমিকায় আমি অবতীর্ণ হইনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত এমন কেউ নেই যিনি এ মিউজিক ভিডিওতে মডেল হওয়ার অনুরোধ করেননি। আসলে পারি আর না পারি পেশাদার একটা জায়গায় এলে করে দেখাতে হয়। ’

গানটির গায়ক প্রতীক হাসান এবং সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসানের বাবা প্রয়াত খালিদ হাসান মিলুকেও স্মরণ করেন চৌধুরী জাফরউল্লাহ শরাফত। দায়িত্ববোধ থেকে মডেল হয়েছেন জানিয়ে তিনি বললেন, ‘সালাম, বরকত, রফিক, জব্বাররা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। সেই বাংলা ভাষায় বিয়ের ওপর উল্লেখ করার মতো তেমন কোনো গান যেহেতু নেই, সেক্ষেত্রে এটা হওয়ার দরকার বলে আমরা অনুভব করেছি। সেই অনুভূতি থেকে এ মিউজিক ভিডিওতে আমাদের অংশগ্রহণ করা। ’

চৌধুরী জাফরউল্লাহ শরাফতের মতো ‘বেয়াইনসাব’-এর মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। সংবাদ সম্মেলনে তাদেরকেও ব্যান্ড পার্টি বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়।

মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরও আছেন এ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শায়লা সাবি, মডেল শারলিনা হোসেন। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। জানা গেছে, এক মাস পর থেকে ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যাবে ভিডিওটি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।