ঢাকা: রাজধানীসহ দেশের ১৭ অঞ্চলে হচ্ছে ঝড় ও বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাসও রয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর ধুলোঝড়ের পর নেমে আসে বৃষ্টি।
রাজধানীতেও একই অবস্থার দেখা দেয়। এ সময় অনেকেই আশ্রয় নেন বিভিন্ন ছাউনিতে। পথচারীরা পড়েন বিড়ম্বনায়। বিকেল ৪টায় প্রতিবেদন লেখার সময়ও কোথাও কোথায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখীর মৌসুমে হঠাৎ বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে এক আভাসে জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রাত ১টা পর্যন্ত ১৭টি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো মিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ইইউডি/আরআইএস