ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

১৪ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, মে ১৫, ২০২৫
১৪ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা ফাইল ছবি

ঢাকা: দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও।

বৃহস্পতিবার (১৫ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বজ্রপাতের সময় যে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে ঘুমাবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন ও বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।