ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বরই রক্ষায় কারেন্ট জাল, প্রাণ হারাচ্ছে দেশি-বিদেশি পাখি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বরই রক্ষায় কারেন্ট জাল, প্রাণ হারাচ্ছে দেশি-বিদেশি পাখি কারেন্ট জালে অাটকা পড়ে মরে ঝুলে আছে পাখি।

পঞ্চগড়: পঞ্চগড় শহরের উপকণ্ঠে কামাতপাড়া এলাকায় একটি বরই বাগান রক্ষার জন্য পাতা কারেন্ট জালে অাটকা পড়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পাখি।

শনিবারও (২৭ জানুয়ারি) কামাতপাড়া এলাকার জালাসি এলাকার হজরত আলীর ওই বরই বাগানে ফাঁদের জালে আটকে শতাধিক পাখি মারা গেছে।  

কারেন্ট জালে অাটকা পড়ে মরে ঝুলে আছে পাখিগুলো।                     <div class=

" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/panchagarh-birds-pic-3-(1)20180127210904.jpg" style="width:100%" />

এলাকাবাসী জানায়, ১৫ দিন আগে হজরত আলীর বাগানের বরই ফলগুলো রামেরডাঙ্গা এলাকার মতিয়ারের ছেলে সুজন ও যুবলীগ নেতা তারেকুজ্জামান কিনে নেন। এরপর পাখি ও অন্যান্য প্রাণীদের হাত থেকে বরই রক্ষার জন্য তারা কারেন্ট জাল দিয়ে বাগানটিকে ঘিরে ফেলেন। এরপর থেকে ওই বাগানের উপর দিয়ে কোনো পাখি যাওয়ার মাত্রই জালে আটকা পড়ে কয়েক সেকেন্ডের মরে ঝুলে থাকে।

এ ব্যাপারে বাগানের ঠিকাদার সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, বাগানের মালিক হজরত আলী বরই রক্ষার জন্য জাল দিয়ে বাগান ঘিরে রেখেছেন।

এদিকে, বাগানের মালিক হজরত বাংলানিউজকে বলেন, আমার কাছ থেকে যারা ফল কিনে নিয়েছেন তারাই এই জাল বাগানের চারপাশে লাগিয়েছেন।  

অন্যদিকে, যুবলীগ নেতা তারেকুজ্জামান বলেন, পাখি মরলো কি-না মরলো এটা দেখবে প্রাণী বিভাগ। এটি সাংবাদিকের কাজ নয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।