ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হালকা বৃষ্টিতে রমনায় সবুজের বারবাড়ন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
হালকা বৃষ্টিতে রমনায় সবুজের বারবাড়ন্ত বৃষ্টিতে রমনাপার্কের নেতিয়ে পড়া গাছগুলো সবল হয়ে উঠছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ফাল্গুনের শুরুতেই রাজধানীর তাপমাত্রা বাড়তে থাকে। দিনে দিনে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর পরিবেশ। একইসঙ্গে যোগ হয় ধুলোবালি। অস্থির হয়ে উঠেন রাজধানীর বাসিন্দারা। তপ্ত ফাগুনে পাতা ঝরে গিয়ে গাছগুলো প্রায় নেড়া হয়ে গেছে।

লেকের ধারে বা রমনা-সোহরাওয়ার্দীর গাছগুলোর অবশিষ্ট পাতা নির্ভেজাল রোদে নেতিয়ে পড়ে। মধ্য ফাগুনেই অতিষ্ট নগরবাসী এক পশলা বৃষ্টি প্রত্যাশা করছিলেন।

অবশেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঝরল সেই প্রত্যাশিত বৃষ্টি। বৃষ্টির জলে নগরীর পার্কগুলোর বিশেষ করে রমনাপার্কের নেতিয়ে পড়া গাছগুলো সবল হয়ে উঠছে। বৃষ্টিতে রমনাপার্কের নেতিয়ে পড়া গাছগুলো সবল হয়ে উঠছে।  ছবি: বাংলানিউজএদিন সকালে রমনাপার্কে গিয়ে দেখা গেল সবুজের বারবাড়ন্ত। হালকা বাতাসে গাছগুলো যেন হেলে-দুলে মনের আনন্দে নৃত্য করছে। ঝিরঝিরে বাতাসে লেকের শান্ত জলে ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে। ফুরফুরে মেজাজে প্রাতঃভ্রমণে এসেছেন অসংখ্য মানুষ।

রমনাপার্কে প্রাতঃভ্রমণে এসেছেন সেগুন বাগিচার নূরজাহান কাদরী। তিনি বাংলানিউজকে বলেন, আজকে হাঁটতে বেশ ভাল লাগছে। ভোরে বৃষ্টি হওয়ায় সকালের পরিবেশটা বেশ মোলায়েম। ফাগুনের শুরুতেই রাজধানীর পরিবেশটা কেমন উত্তপ্ত হয়ে উঠেছিল। এ অবস্থায় বৃষ্টি হওয়ায় রমনার গাছগুলো সজিব হয়ে উঠেছে।

আমগাছের মুকুলগুলোও রাতের বৃষ্টির পানি পেয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছে। রমনাপার্কের ভেতরে বেশ কয়েকটি আমগাছে মুকুলের ছড়াছড়িও দেখা গেলো। প্রাতঃভ্রমনকারীরাও আমের মুকুলের দিকে তাকিয়ে বলছিলেন ধুলোবালি ধুয়ে মুকুলগুলো কেমন সতেজ হয়ে উঠেছে আজ।  বৃষ্টিতে রমনাপার্কের নেতিয়ে পড়া গাছগুলো সবল হয়ে উঠছে।  ছবি: বাংলানিউজরমনাপার্কের সুপারভাইজার শামসুর রহমান বাংলানিউজকে বলেন, ভোররাতে ঝড়ে গাছপালার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দায়িত্বরত আনসার সদস্যরাও বললেন, আমরা সকাল ৬টায় কাজে এসেছি, কোনো গাছ ভাঙেনি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।