ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৩০টি ডিম পেড়ে তা দিচ্ছে অজগর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুন ৯, ২০১৯
৩০টি ডিম পেড়ে তা দিচ্ছে অজগর শ্রীমঙ্গলে ৩০টি ডিম গিয়েছে অজগর। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: আবারো ডিম দিলো অজগর! শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে তৃতীয়বারের মতো ডিম দিয়েছে অজগর। ডিমের সংখ্যা ত্রিশটি।

ডিমগুলো রক্ষা ও নিরাপত্তার জন্য মা অজগর আপেক্ষাকৃত হিংস্র হয়ে উঠেছে।  
 
বিপন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী অজগর।

বন্দি খাঁচায় এবারই প্রথম নয়; আগেও এভাবে অজগর ডিম দিয়ে ছানা ফুটিয়েছে। ডিমগুলোকে মা অজগর এমনভাবে আড়াল করে রেখেছে যে এখন আর দেখা যাচ্ছে না।
ডিমে তা দিচ্ছে অজগরবাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব রোববার (৯ জুন) বিকেলে বাংলানিজউকে বলেন, শনিবার রাতে একটি অজগর সাপ ৩০টি দিয়েছে। প্রথমদিকে ডিমগুলো দেখতে পারলেও এখন সে এমনভাবে কুণ্ডলি পাকিয়ে রেখেছে (বৃত্তাকার করে) যেন ডিমগুলো দেখা না যায়।  

সাপটি এক নাগাড়ে দুই মাস ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাবে। এর আগেও এই অজগর সাপটি ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছিল। অজগরটি যাতে নির্বিঘ্নে ডিম থেকে ছানা ফোটাতে পারে সেজন্য বিশেষ পরিচর্যা ও দেখভাল করা হচ্ছে বলেও জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা,  জুন ০৯, ২০১৯
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।