ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বসতঘরে মিললো সাড়ে ৪ হাত লম্বা গোখরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
বসতঘরে মিললো সাড়ে ৪ হাত লম্বা গোখরা গোখরাটি ধরে রেখেছেন সাপুড়ে লিটন সরদার। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের টার্মিনাল এলাকায় ট্রাকচালক ওম্বার বসতঘর থেকে সাড়ে ৪ হাত লম্বা একটি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সদরের দাদশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপিনাথদিয়া গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে সাপটি ধরেন জেলার নামকরা সাপুড়ে লিটন সরদার।

সাপুড়ে লিটন জানান, সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে তাদের বসতঘরের মধ্যে লুকিয়ে থাকা খয়েরী রংয়ের গোখরা সাপটি ধরি।

সাপটি সাড়ে ৪ হাত লম্বা এবং সম্পূর্ণ বিষধর। বর্ষার এই মৌসুমে সাপের আনাগোনা বেড়ে যায়। তাই সবাইকে বলবো বাড়িঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।