ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্যামনগরে বসতঘরে ১৪ বাচ্চা-২১ ডিমসহ কেউটে সাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
শ্যামনগরে বসতঘরে ১৪ বাচ্চা-২১ ডিমসহ কেউটে সাপ উদ্ধার হওয়া সাপ ও ডিম। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি বসত ঘর থেকে ১৪টি বাচ্চা ও ২১টি ডিমসহ একটি কাল কেউটে সাপ পাওয়া গেছে। তবে বাচ্চাগুলোকে মেরে ফেলে ডিমগুলো ধ্বংস করা হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মণ্ডলের বসতঘরে এগুলো পাওয়া যায়।

হরপ্রসাদ মণ্ডল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের ঘরের কার্নিশ দিয়ে ৩টি কেউটে সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় সেগুলো মেরে ফেলেন তিনি।

কিন্তু তার সন্দেহ হয় যে, বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এ সন্দেহ থেকে শুক্রবার ভোরে কয়েকজন যুবককে নিয়ে তিনি ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি কেউটের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড় সাপের খোলস, ১৪টি বাচ্চা এবং ২১টি সাপের ডিম পাওয়া যায়। এ সময় সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলা হলেও মা সাপ ধরতে না পারায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে। পরে স্থানীয় সাপুড়েরা চেষ্টা চালিয়ে মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।