ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম: বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম’ প্রতিপাদ্যে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।  

পরে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অ্যাডভোকেট এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জ্যোতি আহমেদ, শফিকুল ইসলাম দুদু, সৌমেন দাস, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে দায়ী শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশকে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এফইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।