ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে বগুড়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে বগুড়ায় মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টের সাতমাথায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ।

বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম’।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে বিশ্বে শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি রক্ষার দাবিতে বিশ্বের ১২০টি দেশে শিক্ষার্থীরা আন্দোলন করে। যা ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ নামে পরিচিত। এর ধারাবাহিকতায় টিআইবি দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে সনাক সভাপতি মাসুদুর রহমান হেলাল বলেন, বিশ্বে কার্বন নিঃসরণকারী ও শিল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষরা আজ বাস্তুহারা হয়ে পড়ছে। গবেষকরা বলছে, গত ৫০ বছরে যে প্রভাব পড়েনি, তা আগামী ২০ বছরে তা পড়বে। তাই এখনই এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। '

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সনাক সহ-সভাপতি ওসমান গনী, সদস্য নিভা রাণী, সমুদ্র হক, টিআইবি’র এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্না, মিডিয়া ব্যক্তিত্ব খোরশেদ রায়হান, আরাফাত রহমান, বিরল, আম্বিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
কেইউএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।