ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বগুড়ায় ৫ তক্ষকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
বগুড়ায় ৫ তক্ষকসহ আটক ৩

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক শিকার ও হেফাজতে রাখার অপরাধে ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে বগুড়া র‍্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া র্যাব-১২’র একটি দল শেরপুরের বারদুয়ারীপাড়ার একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে ৫টি তক্ষকসহ ৩ জনকে আটক করেছে।

 

আটক ব্যক্তিরা হলেন- বারদুয়ারীপাড়ার শামসুজ্জোহা বিন তারেক নিয়ন (২০), চকধলী এলাকার মো. নূরুন্নবী (৫০) ও মির্জাপুর এলাকার মো. মাকেজ আলী শেখ (৩২)।

এ ব্যাপারে কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান বাংলানিউজকে বলেন, আটক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষক শিকার ও হেফাজতে রেখে বগুড়ার বিভিন্ন এলাকার জনসাধারণকে ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিল। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন- ২০১২ অনুসারে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
কেইউএ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।