ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিকারিদের ফাঁদে মরলো বিপন্ন ‘গন্ধগোকুল’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
শিকারিদের ফাঁদে মরলো বিপন্ন ‘গন্ধগোকুল’

মৌলভীবাজার: শিকারির ফাঁদে পড়ে প্রাণ হারালো বিপন্ন ‘গন্ধগোকুল’। ঘটনাটি ঘটে সিলেটের জৈন্তা উপজেলার হাবিবনগর চা বাগানে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে চা বাগান সেকশনে গন্ধগোকুলটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।  

এরা ‘এশীয় তাল খাটাশ’ বা ‘গাছ খাটাশ’ নামে পরিচিত।

এর ইংরেজি নাম Asian Palm Civet ও বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus।  

নাম প্রকাশে অনিচ্ছুক ওই চা বাগানের এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে বলেন, সকালে নম্বর (সেকশন) দিয়ে যাবার পথে তিনি এ গন্ধগোকুলকে পড়ে থাকতে দেখেন। শিকারের ফাঁদে ফাঁস লেগে এটি মারা গেছে।

বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রী আদনান আজাদ আসিফ বাংলানিউজকে বলেন, এশীয় তাল খাটাশ বর্তমানে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। এরা নিশাচর ও বৃক্ষচারী। সকালে ও শেষ বিকেলে খাবার সন্ধানে বের হয়। মূলত এরা ফলখেকো হলেও এদের খাদ্য তালিকায় ইঁদুর, ছোট পাখি, পোকামাকড়, ব্যাঙসহ ছোট প্রাণী।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।