ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

চশমায় যায় মাকে চেনা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জানুয়ারি ২০, ২০১৫
চশমায় যায় মাকে চেনা! ছবি: সংগৃহীত

সব শিশুই তার মাকে পাশে পেলে চোখে মুখে ফুটে ওঠে খুশির আভা। কিন্তু একটি মায়ের কথা ভাবুন, তার ছোট্ট শিশুটি তাকে প্রথমবারের মতো চিনতে পারলো।

এই দৃশ্য কি কোনও দিন ভোলার মতো!

undefined


আলবিনিজম নিয়ে জন্মগ্রহণকারী শিশু লুইস এক বিশেষ চশমা পরে তবেই তার মাকে প্রথম চিনলো। আলবিনিজম এমন এর রোগ যা শিশুদের ‍ত্বক খিচেয়ে দেয় আর দৃষ্টিশক্তি কেড়ে নেয়। জন্ম থেকেই শিশুটি তার মাকে দেখতে পাচ্ছিলো না। এজন্য তার দরকার হয়ে পড়লো বিশেষ ধরনের চশমা। সেই চশমা যখন তৈরি হলো আর তা পরিয়ে দেওয়া হলো শিশুটির চোখে, তখন তার হাসি ‍আর দেখে কে! দ্রুতই সে চিনে ফেললো মায়ের মুখ।

চশমা পরিয়ে মা অদুরে দাঁড়িয়ে যখন তার নামটি ধরে ডাকছিলেন আর হাততালি দিচ্ছিলেন, শিশুটি তখন এদিক ওদিক তাকাতে থাকে। মাকে চোখে পড়তেই আর চিনে ফেলে তার মুখে হাসি ছড়িয়ে পড়লো।

এ নিয়ে তৈরি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছাড়ার পর ছয়দিনেই তা দেখ‍া হয়েছে সাত লাখ বার। ভিডিও’র ক্যাপশান, ‘আমাদের মিষ্টি লুইস চশমা পেলো’। আলবিনিজম একটি জেনেটিক রোগ, এতে ত্বক, চুল ও চোখ আক্রান্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রতি ১৭ হাজার জনের একজন এই রোগে আক্রান্ত।

বাংলাদেশ সময় ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।