ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফিচার

ভেজা হাত কুঁকড়ে যায় কেন? (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, মে ২৭, ২০১৫
ভেজা হাত কুঁকড়ে যায় কেন? (ভিডিওসহ)

ঢাকা: অনেকেই বেশ সময় নিয়ে গোসল করেন, কিংবা পানিতে ভেজেন নানা কারণে। দীর্ঘসময় ভেজার ফলে হাত, পায়ের তালু ও আঙুলে দেখা দেয় ভাঁজ।

ত্বক রুক্ষ ও খসখসে অনুভূত হয়। এমনটা কেন হয় তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। ‍

চলুন জেনে নেওয়া যাক কেন এমন হয়:
আমাদের ত্বকের ওপরের অংশে এক ধরনের তেলের আবরণ রয়েছে। এর নাম সিবাম। এই সিবামের কারণেই ত্বকের ভিতরের অংশে পানি ঢুকতে পারে না। আমরা যখন হাত ধুই তখন পানি আপনা আপনিই গড়িয়ে পড়ে। এটা হয় সিবামের জন্যই।

কিন্তু বেশি সময় পানিতে থাকার ফলে ত্বকের ভিতর পানি ঢোকে। এতে রক্ত ও ধমনি সংকুচিত হয়। আর ত্বকের ওপরের ‍অংশে দেখা দেয় ভাঁজ। এই ভাঁজ আর্দ্রতার প্রতি স্নায়ুর স্বাভাবিক প্রতিক্রিয়া।  

সম্প্রতি ইউটিউব চ্যানেল স্কাইফাই তৈরি করেছে একটি ভিডিওচিত্র। যাতে বলা হয়েছে কেন ভেজা অবস্থায় হাত পায়ে ভাঁজ পড়ে বা কুঁকড়ে যায়।

আগে বিজ্ঞানীদের ধারণা ছিলো ত্বকের বাইরের শুষ্ক স্থানে পানি ঢোকার ফলে  ত্বকের সাময়িক স্ফীতি ঘটে, যার ফলে এমন দেখা যায়। তবে এতে টিস্যুর কোনো পরিবর্তন হয় না।

১৯৩৫ সালে ডাক্তাররা দেখেন, যাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত তাদের হাত ভেজা থাকলেও ভাঁজ পড়ে না। এরপর বিশেষজ্ঞরা যুক্ত করেন, আর্দ্রতার কারণে ত্বকের এই বলিরেখা বা ভাঁজ অনৈচ্ছিক স্নায়ুর প্রতিক্রিয়া।

আরও একটি মজার বিষয়, আর্দ্রতার কারণে হাতে ভাঁজ পড়ার পর যেকোনো বস্তু ধরে রাখার ক্ষমতা বাড়ে।

২০১৩ সালের একটি গবেষণায় আঙুলে ভাঁজসহ ও ভাঁজ ছাড়া ব্যক্তিদের ভেজা ও শুষ্ক বস্তু তুলতে বলা হয়। দেখা যায় যাদের হাতে ভাঁজ রয়েছে তারা যাদের হাতে ভাঁজ নেই তাদের তুলনায় ১২ শতাংশ দ্রুত বস্তু তুলেছেন।




বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।