ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভাস্কো ডা গামার ভারত যাত্রা, সৌরভ গাঙ্গুলীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, জুলাই ৮, ২০১৫
ভাস্কো ডা গামার ভারত যাত্রা, সৌরভ গাঙ্গুলীর জন্ম ভাস্কো ডা গামা ও সৌরভ গাঙ্গুলী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৮ জুলাই ২০১৫, বুধবার। ২৪ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
•    ১৪৯৭– ভাস্কো ডা গামা লিসবন থেকে ভারতে যাত্রা শুরু করেন।
•    ১৯২০ সালের এইদিনে ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।
•    ১৯৩৭- তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করে।
•    ১৯৪৮ – যুক্তরাষ্ট্র প্রথম বিমান বাহিনীতে নারী নিয়োগ করে।

•    ১৯৭২–ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জন্মদিন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায়  জন্মগ্রহণ করেন।

•    ১৯৯৭- বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি ও প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মারা যান। ১৯৭২ সালের ১২ জানুয়ারি তাকে স্বাধীন বাংলার প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় এবং ১৯৭৫ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসকের দায়িত্ব নেন।

•    ১৯৯৯- চার্লস পিট কনরাড জুনিয়র মারা যান। মার্কিন এই নভোচারী তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি চাঁদে পা রাখেন।

•    ২০০৬- ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ নাথুলা পাস খুলে দেওয়া হয়। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় ভারতের সিকিম ও চীনের তিব্বত সীমান্তবর্তী এই পথটি বন্ধ করে দেওয়া হয়েছিলো। দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালে তা আবার উন্মুক্ত হয়। পথটি হিমালয়ের ১৪ হাজার চারশ’ ২৫ ফুট উ‍ঁচুতে অবস্থিত।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।