ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভার্সাই চুক্তি সই, আর্জেন্টিনার স্বাধীনতা লাভ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, জুলাই ৯, ২০১৫
ভার্সাই চুক্তি সই, আর্জেন্টিনার স্বাধীনতা লাভ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার। ২৫ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ১৮১৬ - স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আর্জেন্টিনা।
•    ১৮১৯- যুক্তরাষ্ট্রের এলিয়াস হাউয়ের জন্ম। তিনি সেলাই মেশিন উদ্ভাবন করেন।
•    ১৮৮৯ – কবি কালিদাস রায়ের জন্ম। তিনি বর্ধমান জেলার কড়ুই গ্রামে জন্মগ্রহণ করেন।
•    ১৯১৯ - জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন। ভার্সাই চুক্তি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি, জার্মান ও অন্যান্য সংশ্লিষ্ট শক্তিগুলোর মধ্যে একটি শান্তিচুক্তি। এতে জার্মানির কাছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত সব মিত্রপক্ষের ক্ষতিপূরণ দাবি উল্লেখ করা হয়।

•    ১৯৯১- মেক্সিকোতে সূর্যগ্রহণ। সেদিন টানা ৫৮ সেকেন্ড সূর্যগ্রহণ স্থায়ী হয়েছিলো ও ২০৩২ সালের আগে এতো সময় ধরে সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন গবেষকরা।   

•    ২০০২– আফ্রিকার দেশগুলোর নেতারা অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন প্রতিস্থাপনের ঘোষণা দেন।
•    ২০১১- সুদান থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় দক্ষিণ সুদান।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।