ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফিচার

প্লুটোর সবচেয়ে কাছ দিয়ে ঘুরে গেল নিউ হরাইজনস্‌

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, জুলাই ১৫, ২০১৫
প্লুটোর সবচেয়ে কাছ দিয়ে ঘুরে গেল নিউ হরাইজনস্‌ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় এক দশক আগে, ২০০৬ সালের ১৯ জানুয়ারি প্লুটো ‍অভিমুখে যাত্রা শুরু করে নাসার মানুষবিহীন মহাকাশযান ‘নিউ হরাইজনস্‌’।

ঘণ্টায় ৪৯ হাজার ৫শ ৭০ কিমি. বেগে ছুটে চলা এ মহাকাশযান মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করে।



প্লুটোর সবচেয়ে কাছ দিয়ে যাওয়ার সময় নিউ হরাইজনস্‌ মাত্র সাড়ে ১২ হাজার কিমি. দূরে ছিল। যেতে যেতে প্লুটোর ছবিও পাঠিয়েছে বলে জানিয়েছে নাসা।

নাসার গবেষক চার্লি বোল্ডেন যেটিকে বলছেন, ‘দারুণ গর্বের দিন’।

নিউ হরাইজনসের পাঠানো ছবিতে দেখা যায়, প্লুটোর গায়ে লালচে দাগ। অনেকটা মঙ্গলগ্রহকে যেমন দেখায়। দাগ ছাড়াও প্লুটোর গায়ে দেখা যাচ্ছে উপত্যকা, পাহাড় কিংবা খাদ।

পাঠানো ছবি নাসা ছাড়াও যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে। সেখানেও আলাদাভাবে ছবিগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

তবে সেকেন্ডে তিন লাখ কিমি. বেগে পাঠিয়েও সেই ছবি মহাকাশ থেকে পৃথিবীতে পৌঁছাচ্ছে প্রায় সাড়ে চার ঘণ্টা পর।

মহাশূন্য থেকে নিউ হরাইজনস্ তার কাজ করে যাচ্ছে। এদিকে, পৃথিবী থেকে বিজ্ঞানীদের একটি মাত্রই চাওয়া, কোনো দুর্ঘটনায় মহাকাশযানটি যাতে ধ্বংস না হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএস

** ১৪ জুলাই ৯ বছর পর প্লুটো পৌঁছাচ্ছে নিউ হরাইজনস্‌

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।