ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফিচার

ঢাকা যখন ফাঁকা

আশিস বিশ্বাস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, জুলাই ১৯, ২০১৫
ঢাকা যখন ফাঁকা ছবি: আশিস বিশ্বাস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকায় এখন ঈদ, সড়ক তাই ফাঁকা, বৃষ্টিভেজা দিনে, অল্প চলে চাকা...!

কারওয়ান বাজার মোড়ে, নিত্যদিনের জ্যাম, ঈদ তোড়ে সব, হয়ে গেল ফাঁকা...

মুক্তি পেলো সার্ক ফোয়ারা, মানুষ নেই যখন, ঈদে মানুষ বাড়ি, ঢাকা তাই ফাঁকা...


ফার্মগেট, ফার্মগেট নেই কোনো গেট, ঈদে সব ফাঁকা, চলে না তাই চাকা...

বিজয় সরণী, ফাঁকা পেয়ে এখনি, গাড়ি ছোটে জোরে, কেবা তারে ধরে...

 জাহাঙ্গীর গেট পেরিয়ে, ফ্লাইওভার সামনে, নেই কোনো জ্যাম, ঢাকা এখন ফাঁকা, জোরে ঘোরে চাকা...

কু... ঝিক-ঝিক রেলগাড়ি, দেয় সে পথ পাড়ি, ঢাকা এখন ফাঁকা, রেলপথে নেই চাকা... মহাখালী, এখন শুধুই খালি...


 মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, পথচলা সঙ্গোপনে...

এই রোখো...যাত্রী মাত্র এক, বড়ই সে দামি, বনানীর কাকলী, ফাঁকা এখন সকলই...

সমতা বড়ই ভারি! নারীপুরুষ পথে হাঁটে, নেই কোনো সারি, বনানীর কাকলী, হারালো সকলই, ঢাকা এখন ফাঁকা, ঘোরে না তাই চাকা...

আছে কাউন্টার, আছে কর্মচারী, বাড়ি যাবে, অপেক্ষার পালা, গাড়ি আছে, গাড়ি নাই, ঢাকা এখন ফাঁকা...বনানীর কাকলী...

রাস্তার রাজা আমি, যেখানে-সেখানে থামি, হোক না সে রাজপথ, হোক সে মাঝপথ...হোক সে কাকলী-বনানী, হোক সে হাঁটাপথ...

স্বপ্নের আকাশে প্রজাপতির ওড়াওড়ি...

বিজ্ঞাপন-রাস্তা মিশে যায় এক হয়ে, জীবনটি হাতে নিয়ে, দিতে হয় পথপাড়ি...নিকুঞ্জ ফ্লাইওভার...

বাংলাদেশ সময়:১২০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।