ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফিচার

বাদামতলীতে ফলের বাহার

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, সেপ্টেম্বর ৫, ২০১৫
বাদামতলীতে ফলের বাহার

ঢাকা: ঢাকায় আমদানি করা ফলের সবচেয়ে বড় বাজার হলো পুরান ঢাকার বাদামতলী।

দেশের বিভিন্ন জায়গা থেকে মৌসুমী ফল সড়ক ও নৌপথে সরবরাহ করে আনা হয় এ বাজারে।



সদরঘাটের ওয়াইজঘাট থেকে বাদামতলী হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এ বাজার বিস্তৃত। সপ্তাহজুড়েই রাজধানীর খুচরা ও পাইকারি ক্রেতা-বিক্রেতার আনাগোনায় ব্যস্ত থাকে বাজার।

ভোর থেকেই শুরু হয় বাজারের বিকিকিনি। দুপুর আর বিকেলটা একটু হালকা থাকলেও সন্ধ্যা থেকে আবার ব্যস্ততা।

বাদামতলী বাজার থেকে ফল কিনে নিয়ে যাওয়া হয় রাজধানীর বিভিন্ন  খুচরা বাজারে।

বিক্রেতাদের তথ্যমতে, ১৮ থেকে ২০ কেজি ওজনের এক বাক্স আপেল দুই হাজার ২শ থেকে দুই হাজার ৫শ টাকা ও মালটা বিক্রি হয় এক হাজার ৬শ ৫০ থেকে এক হাজার ৮শ টাকায়।

এছাড়া ১৫ থেকে ১৮ কেজির এক বাক্স আনার মিলবে তিন হাজার থেকে তিন হাজার ৩শ টাকায়। ধরনভেদে কেজি প্রতি ৪০ থেকে ৭০ টাকায় মিলবে পেয়ারা।

৭০ থেকে ১শটি কাঁচকলায় হয় এক কানি। পাইকারি বিক্রেতা আব্দুর জলিল জানান, কাঁচকলা কানি প্রতি বিক্রি হচ্ছে দেড়শো থেকে ২শ টাকায়।  

১৩ বছর ধরে বাজারে কাভার্ড ভ্যান থেকে আমদানি করা ফল নামানোর পেশায় থাকা মিজানুর রহমান জানান, ঝুড়ি প্রতি পান ১০ টাকা। এভাবে ঝুড়ি বয়ে দিনে তার আয় হয় ৩শ থেকে ৬শ টাকা পর্যন্ত।

ফল যখন রয়েছে, তখন থাকবে ঠোঙা। কোলাহলপূর্ণ এ বাজারে জায়গার বড়ই অভাব। তাতে কী, ট্রাকের নিচে বসেই কাগজের ঠোঙা বিক্রি করতে বসে যান অনেকে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।