ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ফিচার

৫৫ বছর আগের হারানো ওয়ালেট!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, অক্টোবর ২০, ২০১৫
৫৫ বছর আগের হারানো ওয়ালেট!

মানুষ কতো কিছু হারায়। কোনো কোনোটা আবার ফিরেও পায়।

কোনো কোনোটা থেকে যায় হারানোর তালিকায়। হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দও অনেক। আর তা যদি হয় বহু বছর আগে হারানো কোনো কিছু!

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সৈনিকের বিয়ের হারানো আংটি দীর্ঘ ৭০ বছর পর খুঁজে পাওয়ার ঘটনা সংবাদ মাধ্যমের খবর হয়েছিল। এবার এমনই আরেক ঘটনা ঘটেছে।

ওয়ারউইকশায়ারের সত্তরোর্ধ এক ভদ্রলোক ৫৫ বছর আগে হারিয়ে ফেলা তার ওয়ালেট ফিরে পেলেন সম্প্রতি। নাম তার বিল লেক। তার বয়স এখন ৭৩ বছর। এখন তিনি নিজ শহরের হেনলি প্যারিস কাউন্সিলের চেয়ারম্যান।

ঘটনাটা এরকম: ১৯৬০ সাল। বিল লেক তখন ১৮ বছরের তরুণ। ফ্রান্সের গ্রেনোবল বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা কোর্সের ছাত্র ছিলেন। একদিন ইয়ার-বন্ধুদের সঙ্গে খানাপিনা করতে গেলেন এক পানশালায়।

মউজ-মাস্তি আর খানাপিনা শেষে চলে আসার সময় পা পিছলে পড়ে যান বিল। এ সময় তার নিজেরই অজান্তে তার বাদামি রঙের ওয়ালেটটি ছিটকে গিয়ে পড়ে পানশালারই এক কোনার এক গর্তে।

চলে আসার পর দেখলেন ওয়ালেটটি পকেটে নেই। তিনি ভেবেছিলেন ওটা পথে কোথাও বরফের ওপর পড়েটড়ে গেছে। ওটার কথা তিনি ভুলেও গিয়েছিলেন।

সম্প্রতি ওই পানশালাটি অন্যত্র সবিয়ে নেওয়ার সময় কাঠমিস্ত্রিরা ওটা খুঁজে পায়। ঘটনাটা আগস্ট মাসের। ওয়ালেটের ভেতর বিল লিকের তখনকার পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সটাও ছিল।

নাম পরিচয় ইত্যাদি দেখে পানশালার মালকিন সালি মনরো অনেক বুদ্ধি খাটিয়ে গুগলে সার্চ দেন। দিয়ে এই নামের একজনকে খুঁজেও পান।

পরে নানা চেষ্টা তদ্বির করে ঠিকই বিলের বর্তমান অবস্থানের খোঁজ পেয়ে যান তিনি। পরে টেলিফোন করে বিলকে তার ওয়ালেট ফেরত নিতে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান তিনি।

বিলও চলতি মাসের গোড়ার দিকে উড়ে যান ফ্রান্সে। আর ফিরে পান তার হারানো ওয়ালেট।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।