ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চার নেতার মৃত্যু, অমর্ত্য সেনের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, নভেম্বর ৩, ২০১৫
চার নেতার মৃত্যু, অমর্ত্য সেনের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার। ১৯ কার্তিক, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযাত্রায় ডোমিনিকা আবিষ্কার করেন।
•    ১৬৫৫ - ইংল্যান্ড ও ফ্রান্স সামরিক ও বাণিজ্যিক চুক্তি করে।
•    ১৮৬৯ - কানাডার হ্যামিল্টন ফুটবল ক্লাব গঠিত হয়।
•    ১৯০৩ - মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯৭৫ - বাংলাদেশের চার জাতীয় নেতাকে কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়।

জন্ম
•    ১৮৯৭ - বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দীন।
•    ১৯৩৩ - নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

মৃত্যু
•    ১৯৭৫ - বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ।
•    ১৯৭৫ - বাংলাদেশি রাজনীতিবিদ সৈয়দ নজরুল ইসলাম।
•    ১৯৭৫ - বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মো. মনসুর আলী।
•    ১৯৭৫ - বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।
•    ১৯৭৭ - বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার ও শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।