ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বরফের নিচে খেলাধুলা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, ডিসেম্বর ৫, ২০১৫
বরফের নিচে খেলাধুলা! ছবি: সংগৃহীত

ঢাকা: ডানপিটের দল স্পোর্টস প্র্যাকটিসের বুঝি আর কোনো জায়গা পেলো না! নেমে গেলো পাতালে। তা-ও আবার যেই সেই পাতাল নয়, সাইবেরিয়ার বৈকাল হ্রদের ওপর বিস্তীর্ণ বরফের আস্তরণের নিচে।



undefined


ডানপিটে দলের একজন আন্দ্রেই সিদোরভ। পেশায় ব্যবসায়ী। বরফের নিচে নিজের দলকে নিয়ে টানা ৯০ সেকেন্ড ছিলেন তিনি।

undefined


গর্ত খুঁড়ে বরফতলের শীতল জলে ডুবে স্কেটিং এমনকি সাইক্লিং করেছেন তারা। অবশ্য এই স্কেটিং আর স্লাইক্লিং তারা করেছেন উল্টো দিক থেকে। মানে স্পোর্টস করার সময় তাদের মাথা নিচে আর পা ওপরে ছিলো।

undefined


বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। এখানকার তাপমাত্রা মাত্র এক ডিগ্রি সেলসিয়াস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।