ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

শীতল স্নো আর্টে মন গলানো উষ্ণতা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৫, ডিসেম্বর ২৩, ২০১৫
শীতল স্নো আর্টে মন গলানো উষ্ণতা!

ঢাকা: চীনের দক্ষিণ-পূর্ব জিলিন প্রদেশে তুষারপাত হলে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাপনে ঝক্কি-ঝামেলা পোহাতে হয়।

তবুও যারা সৃজনশীল তারা ঝামেলাকেও মনোরম শিল্পে রূপান্তর করতে পারেন।

এখানকার শিল্পমনা স্থানীয়দের বেলায়ও তাই হয়েছে।

undefined


তারা গাছের সঙ্গে বরফ দিয়ে বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি করেছেন। এগুলো শুধু স্নো ম্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়।
রয়েছে গাছে চড়া খরগোশ, কচ্ছপ, গাছে ঝুলন্ত অবস্থায় তুষার-দম্পতির আদল।

undefined


বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) জিলিন শহরের তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা হিম আবহাওয়ায় উষ্ণতা পেতে এগুলো তৈরি করেন।

undefined


হিম তুষারের তৈরি মিষ্টি আর উষ্ণ স্নো আর্টগুলো যে ভীষণ আদুরে ও মন গলানো, এতে নিশ্চয় কেউ দ্বিমত করবেন না!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।