ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৮, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর! ছবি: সংগৃহীত

ঢাকা: রোকো, দ্য গ্রেট ডেন। জার্মান জাতের গৃহপালিত এ কুকুরটি লম্বায় কত জানেন? সাত ফুট! বর্তমানে রোকো বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার টেক্কা দিচ্ছে।



undefined


রোকোকে লালন-পালন করছেন যুক্তরাষ্ট্রের নেভাদাবাসী নিক হেল্ম ও জেসিকা উইলিয়ামস।
তারা জানান, রোকোর বয়স সবে দু’বছর। তার শারীরিক বৃদ্ধি এখানেই শেষ নয়। এর ওপর রোকো খেতেও ভালোবাসে।

undefined


সে এক দিনে আট কাপ ডগফুড খায়। চর্বিহীন মাংস তার প্রিয়।
দু’টি বেডের অ্যাপার্টমেন্টে রোকোকে নিয়ে ভালোই আছে নিক ও জেসিকা। উইলিয়ামস জানান, জানিনা রোকো আসলে আর কতটা বেড়ে উঠবে!


undefined


কিন্তু দৈত্যাকার এমন বন্ধুর সঙ্গে আনন্দেই দিন পার করছেন তারা। কারণ রোকোর পেট আর হৃদয় দুটোই অনেক ভালো। জানান উইলিয়ামস।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।